রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ০২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: নৈহাটির বড়মা'র নামে পোর্টাল খুলে রীতিমতো চলছিল তোলাবাজি। মন্দির কমিটির পাতা ফাঁদে পা দিয়ে অবশেষে গ্রেপ্তার এক প্রৌঢ়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুরজিৎ কুন্ডু। তার বাড়ি হুগলির রিষড়ায়। শনিবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরজিৎ দেশের বড় বড় মন্দিরে পুজো দেওয়ার নামে একটি পোর্টাল খুলেছিল। তার মধ্যে নৈহাটির বড়মা'র মন্দিরের নামও ছিল। ওই পোর্টালে বড়মা'র মন্দিরে ছবি দেওয়া ছিল। তাতে বলা হয়েছে, এক হাজার থেকে পাঁচ হাজার টাকা দিলে অনলাইনে বড়মার মন্দিরে পুজো দেওয়া যাবে। শুকনো প্রসাদ বাড়িতে পৌঁছে যাবে। আরও কয়েকটি মন্দিরে অনলাইনে পুজো দেওয়ার নামে এরকম কথা লেখা ছিল। সেখানেও মোটা অঙ্কের টাকার কথা উল্লেখ করা ছিল।
সম্প্রতি কলম্বিয়ার বাসিন্দা প্রবাসী এক ভারতীয় পোর্টালে এমন বিজ্ঞাপন দেখে নৈহাটির বড়মার মন্দিরে পুজো কমিটিকে তা জানান। মন্দির কমিটি ওই পোর্টাল দেখার পর সুরজিৎকে ধরতে ফাঁদ পাতে। ভক্ত সেজে মন্দির কমিটির সদস্য অয়ন সাহা হাজার টাকা সুরজিৎকে পাঠিয়ে দেন। তারপর মোবাইল ফোনে সুরজিতের সঙ্গে কথোপকথনের রেকর্ড বড়মা মন্দিরে ট্রাস্টি বোর্ডের সদস্যরা সংগ্রহ করেন। এরপর বড়মা মন্দির কমিটির পক্ষ থেকে নৈহাটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার রাতে নৈহাটি থানার পুলিশ রিষড়া থেকে সুরজিৎকে গ্রেফতার করে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সুরজিৎ ছাড়াও ওই পোর্টালে আরও এক মহিলা জড়িত রয়েছেন। সুরজিৎ ও ওই মহিলার বিভিন্ন ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। তাতে বিপুল টাকা নিয়মিত লেনদেন হওয়ার নমুনাও রয়েছে। বড়মা মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, 'বড়মার নাম করে পোর্টাল খুলে টাকা তোলা হচ্ছে আমরা তা জানতাম না। সম্প্রতি কলম্বিয়া থেকে এক ভক্ত টেলিফোনে আমাদের ঘটনাটি জানিয়েছেন। আমরা খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা খুঁজে পাই। তারপর নৈহাটি থানায় আমরা অভিযোগ দায়ের করি। পুলিশ ঘটনার তদন্তে নেমে হুগলির রিষড়া থেকে প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে। আমরা চাই, ওই প্রতারণা চক্রে আরও যারা জড়িত আছে, পুলিশ তাদের গ্রেফতার করুক।'
#Naihati#Boro Maa#Crime
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...
রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...
ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...
স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...
কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...
হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...
মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...
স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...
সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...
পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...
বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...